
ঢাকা: জঙ্গিদের জামিন দেওয়া এবং মুক্ত হওয়ার বিষয়গুলো ঠেকাতে আইনজীবীদের তথ্য দেওয়ার জন্য একটি কো-অর্ডিনেশন সেল গঠন করার দায়িত্ব অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
রোববার দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের প্রেক্ষিতে সরকার সেল গঠনের উদ্যোগ নেবে কি না- এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘অ্যাটর্নি জেনারেল সাহেব নিজেই কিন্তু এই সেলটা তৈরি করতে পারেন, তার অফিসে। কারণ তার দপ্তরে পর্যাপ্ত পরিমাণ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারি অ্যাটর্নি জেনারেল আছেন। আমি এ ব্যাপারে তার সঙ্গে কথা বলব।’
এর আগে গত ১৯ জুলাই জঙ্গিদের জামিন এবং মুক্তি ঠেকাতে সরকারের পক্ষ থেকে আইনজীবীদের তথ্য দিতে একটি কো-অর্ডিনেশন সেল গঠনের কথা বলেছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এখন সেই সেল গঠনের ভার অ্যাটর্নি জেনারেলের অফিসের উপরই ছেড়ে দিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘একজন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলের নিয়ন্ত্রণে বা নেতৃত্বে উনার অফিসে এই সেল করতে পারেন। যাতে যাতে উনি (জঙ্গিদের মামলার ব্যাপারে) ইনফরমেশন পেতে পারেন।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের ছাদের প্লাস্টার খসে পড়া সংক্রান্ত একটি সংবাদ ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়। সে কারণে ট্রাইব্যুনালে পরিদর্শনে আসেন আইনমন্ত্রী। সেই ভবন সংস্কারের কাজ নিয়ে মন্ত্রী বলেন, ‘একটি ইংরেজি দৈনিকে পড়লাম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের ছাদের নাকি প্লাস্টার খসে পড়ে গেছে এবং এটা নাকি আইন মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’
তিনি বলেন, ‘আমি আজকে খবর নিয়ে দেখলাম আইন মন্ত্রণালয়কে তা জানানোই হয়নি। যেই চিঠির কথা বলা হয়েছে সেই চিঠিটা রেজিস্ট্রার সাহেবের কাছে আজকে পৌঁছেছে। রেজিস্ট্রার সাহেবের কাছ থেকে চিঠিটা নিয়ে আমি নিজে এসেছি দেখতে। তড়িত মেরামত করার ব্যবস্থা আমি নেব। সম্ভবত আগামীকাল থেকেই এর সংস্কার কাজ শুরু হবে।’
নিম্ন আদালতের বিচারককে প্রভাবিত করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছিলেন, আইনমন্ত্রীর এমন বক্তব্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি তো বক্তব্য প্রত্যাহার করবই না। আগামী পরশু একটা মিটিং আছে, সেই মিটিং শেষে প্রেস কনফারেন্স করে জানাবো।’
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/পিএসএস