জঙ্গি সন্দেহে ছোরাসহ রিক্সাচালক আটক

চট্টগ্রাম: নগরীর প্রেসক্লাবের সামনে মিতু হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে শুক্রবার ছোরাসহ এক রিক্সা চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে তিনটায় আটক এই রিক্সা চালকের নাম মোহাম্মদ ইব্রাহিম। শুক্রবার তিনটার কিছু পরে এই মানববন্ধন শুরু হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুর আহমদ জানিয়েছেন, ‘মানববন্ধনের সামনে রিক্সা নিয়ে রহস্যজনক ভাবে ঘোরাঘুরির সময় জনতা তাকে আটক করে। পরে তার রিক্সার গদির নীচে দুটি ছোরা, পেনড্রাইভ ও একটি স্মার্ট ফোন পাওয়া যায়।’
আটক ইব্রাহিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি পতেঙ্গার একটি গ্যারেজ থেকে নিয়ে রিক্সা চালায় বলেও জানান তিনি।
নূর আহমদ আরো বলেন, আটক ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে কিছুটা অসংলগ্ন কথা বলছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই