
সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সামনে থেকে জঙ্গি সন্দেহে সাদমান আবেদিন নামে ওই বিভাগের এক ছাত্রকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক রাশেদ তালুকদার আটকের খবর নিশ্চিত করেছেন।
রাশেদ তালুকদার বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেনকে সাথে নিয়ে সাদা পোশাকের লোকজন তাকে নিয়ে যায়। ওসি জানান আগে আটক হওয়া জঙ্গিদের থেকে পাওয়া তথ্যে একে নিয়ে যাওয়া হচ্ছে। জালালাবাদ থানা সূত্রেও আটকের খবর নিশ্চিত হওয়া গেছে।
সাদমান আবেদিন কম্পিউটার সায়েন্স বিভাগের ২০১১ ব্যাচের ছাত্র। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেই দুজন ছাত্রকে আটক করা হয়েছিল যার মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের বিশ্ববিদ্যালয় শাখা সমন্বক ছিল বলে জানায় পুলিশ।
প্রতিবেদন: শাকির হোসেন, সম্পাদনা: মাহতাব শফি, ইয়াসিন