
ঢাকা: দুই মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের(এবিটি) সমন্বয়ক সাবেক এক নৌ কমান্ডারের ছেলে ফিদা মুনতাসির সাকেরের জামিন তিন মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।এ সময়েল মধ্যে এ দুই মামলায় পুলিশের প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিলের এক আবেদনের শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে)সিনহার নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।আদালতে শুনানি করেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো.মোমতাজ উদ্দিন ফকির।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো.মোমতাজ উদ্দিন ফকির সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটের তথ্যমতে ‘ডিএমপির’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ গত ২০১৫ সালের রোববার রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম ফিদা মুনতাসির সাকের।
এসময় তার হেফাজত হতে পুরাতন একটি, ৩টি ল্যাপটপ, ৩টি মোবাইল সেট, হার্ডডিস্ক ২টি, মাউস ৩টি, ল্যাপটপ চার্জার ২টি, পাসপোর্ট ১টি, বিভিন্ন ধরণের ২১টি বই, ৩টি লিফলেট, নোট বই ১টি, ফেসবুকের স্ক্রীন শট (১থেকে ৮২পাতা) ই মেইল আইডিতে সংরক্ষিত জিহাদ এবং বিভিন্ন পুস্তকের স্ক্রীন শট।’
সে আরও জানায়, তার সহযোগী ১০/১২ জন অজ্ঞাত নাম আনসারউল্লাহ বাংলাটিমের সদস্যদের সাথে গোপন বৈঠক মিলিত হয়ে মধ্য প্রাচ্যের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ওঝওঝ এর সদস্য সংগ্রহ এবং কর্মপরিকল্পনা নির্ধারন করার জন্য বৈঠক করছিল।
উল্লেখ্য, সে আনসার উল্লাহ বাংলাটিমের সক্রিয় সদস্য। ইতিপূর্বে সে হিজবুত তাহরীরের সদস্য ছিল, বর্তমানে আনসার উল্লাহ বাংলাটিমের সক্রিয় সদস্য ও জুনুদ আল তাওহীদ খিলাফাহ নামে ওঝওঝ এর আদলে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য জিহাদী সংগঠন গড়ে তুলছে।’
‘ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ ডিসি শেখ নাজমুল আলম পিপিএম বার এর নির্দেশনায় এডিসি মোঃ শাহজাহান এর সার্বিক তত্বাবধানে এবং সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোঃ জামাল পাশা সাহেবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।’
গ্রেফতারের পর ২০১৫ সালের ১৮ জুন ও ১২ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম এবং ক্যান্টনমেন্ট থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ।এ দুই মামলায় চলতি বছরের ৬ জুন সাকেরকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।
হাইকোর্টের জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিলের পর সোমবার আপিল বিভাগ তার জামিন স্থগিত করেন।
প্রতিবেদন: ফজলুল হক প্রতিবেদন: মাহতাব শফি