
ঢাকা: গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় সোমবার মামলা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। গুলশানে জিম্মি উদ্ধার অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ‘গুলশান হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, আজই মামলা করা হবে। ‘
নিহত জঙ্গিদের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত যোগাযোগ হয়নি, তবে মামলা হলে তদন্তের স্বার্থে আমরাই তাদের সাথে যোগাযোগ করবো। তিনি বলেন, ‘গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন আরও দুইজন হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে। তারা সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’
আইজিপি আরো বলেন, গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ২০ মিনিটের মধ্যেই জিম্মিদের হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এমন তথ্যই উঠে এসেছে। জঙ্গিবাদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আইজি বলেন, এটি এখন বৈশ্বিক ইস্যু। এ বিষয়ে এখন আর ঢিলেঢালা হয়ে কাজ করার সময় নেই। এখন শক্ত হাতে কাজ করতে হবে। আর কোনো রবিউল-সালাউদ্দিন যেন লাশ না হয় সেজন্য আমাদের কাজ করতে হবে।
শুক্রবার রাতে গুলশান-২ নম্বরের হলি আর্টিজান রেস্টুরেন্টে বিদেশিদের জিম্মি করে হত্যা করে সন্ত্রাসীরা। রাতভর জিম্মি করে ১৭ জন বিদেশি ও ৩ বাংলাদেশিকে হত্যা করা হয়। পরে সকালে সেনাবাহিনীর পরিচালিত অপারেশন থান্ডারবোল্ট চালিয়ে ছয় জঙ্গিকে হত্যা ও একজনকে আটক করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন। আর্মি স্টেডিয়ামে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এএ/এসআই