Wednesday, July 20th, 2016
জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা
July 20th, 2016 at 10:46 am
জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা

ঢাকা: সম্প্রতি রাজধানীর গুলশানে এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় দেশ আজ এক অভূবপূর্ব সঙ্কটের সম্মুখীন হয়েছে। শুধু তাই নয় সারা বিশ্ব যখন এমনই জঙ্গিবাদের আস্ফালনে বিপর্যস্ত তখন আবার তীব্র প্রতিবাদে সোচ্চার হলো দেশের প্রতিশ্রুতিশীল তরুণ ও প্রবীণ কবির কবিতা।

‘জাতীয় কবিতা পরিষদ’-এর আয়োজনে মঙ্গলবার বিকেলে ‘জঙ্গিবাদের কোন দেশ নেই, নেই কোন জাত-ধর্ম’-এমনই মর্মবাণীর অনুচ্চারিত সুরে রাজধানীর বাংলা একাডেমিতে কবির কণ্ঠে কবিতা পাঠ, বাচিক শিল্পীদের আবৃত্তি পরিবেশন, সংগীত ও আলোচনায় সাজানো হয় এক প্রতিবাদী আয়োজনের।

১০ বছর আগে দেশের এই সংগঠনটি তাদের ২০তম কবিতা উৎসবের শ্লোগান দিয়েছিল ‘জঙ্গিবাদের বিরুদ্ধে কবিতা’। ১০ বছর পর মঙ্গলবার সংগঠনটির ব্যানারে ভেসে উঠলো আবারও একই শ্লোগান। জাতির ক্লান্তিলগ্নে বরাবরই এই সংগঠনটি তাদের নিজ প্লাটফর্ম থেকে মানবতার জয়গান গেয়ে আসছে ছন্দময় কবিতার বন্ধনে। এবারও তারা সোচ্চার হলেন।

সোচ্চার কণ্ঠে জানানো হয় উগ্রপন্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। গানের সুরে ভেসে বেড়ালো মানবতার বাণী। প্রবীণ-নবীন কবির কণ্ঠে কবিতা পাঠ, গান ও আলোচনায় সাজানো এ অনুষ্ঠানে যে যার অবস্থানে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।

টানা কয়েক ঘণ্টার এই আয়োজনের শুরুতেই ছিল জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা। এতে আলোচকদের কণ্ঠে ব্যক্ত হয় জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। বলা হয় সংস্কৃতির শক্তি দিয়ে জঙ্গিবাদ মোকাবিলার কথা।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, নাট্যজন রামেন্দু মজুমদার, কবি হাবীবুল্লাহ সিরাজী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সংসদ সদস্য কবি কাজী রোজী, কবি আসাদ চৌধুরী, কবি মুহম্মদ নূরুল হুদা।

নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই


সর্বশেষ

আরও খবর

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


পাথর সময় ও অচেনা বৈশাখ

পাথর সময় ও অচেনা বৈশাখ


৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা


বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’

বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’


নাচ ধারাপাত নাচ!

নাচ ধারাপাত নাচ!


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন


মুক্তিযুদ্ধে যোগদান

মুক্তিযুদ্ধে যোগদান


স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন

স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন