
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘ডিএমপি একটি চ্যালেঞ্জিং ইউনিট। এখানে কাজ করতে হয় কৌশলে এবং চোখ কান খোলা রেখে। আমরা জনগণের সেবক, কোনভাবেই তাদের সাথে রুঢ় আচরণ করা যাবে না।’
মঙ্গলবার মিরপুর পুলিশ লাইনসে ডিএমপি’তে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ৬০৮তম ওরিয়েন্টেশন কোর্স উদ্ভোধনকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘দেশের সেবা ও জনগণের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা রাজনীতি করি না, যেহেতু আমরা পেশাদার। তাই জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজ।’
নতুন কনস্টেবলদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা সৌভাগ্যবান যে চাকরির শুরুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এলিট ইউনিটে যোগদান করতে পেরেছো। ডিএমপিতে যেহেতু তোমরা নতুন এবং কাজ করতে হবে মাঠ পর্যায়ে সেহেতু তোমাদের প্রশিক্ষণের প্রয়োজন, এজন্যই এই কোর্সের আয়োজন করা হয়েছে।’
ডিএমপি’র ওয়েলফেয়ার সম্পর্কে বলতে গিয়ে কমিশনার বলেন, ‘বাংলাদেশের যেকোন ইউনিট থেকে ডিএমপিতে অনেক বেশি ওয়েলফেয়ার দেয়া হয়। এখানে থাকা, খাওয়া, সু-চিকিৎসাসহ সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়। প্রতিমাসে তোমাদের জন্য কল্যাণ সভা অনুষ্ঠিত হয়, সেখানে তোমাদের যেকোন সমস্যা গুরুত্ব সহকারে শোনা হয় এবং সমাধান করা হয়।’
শৃঙ্খলা না মেনে চললে শাস্তির বিধান রয়েছে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডিসিপ্লিন শতভাগ মেনে চলতে হবে। শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ কোনভাবেই ক্ষমা করা হবে না। ভাল কাজ করলে পুরস্কারের ব্যবস্থা আছে, অন্যদিকে শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য কঠিন শাস্তির ব্যবস্থাও আছে।’
কোর্সের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মোঃ সাঈদুর রহমান খান এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কমিশনার শাহাব উদ্দীন কোরেশী। এ সময় ঢাকা মেট্রাপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: মাহতাব শফি