
সিরাজগঞ্জ: স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নারায়ণগঞ্জ নির্বাচনে প্রমাণ হয়েছে জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে। আওয়ামী লীগ জনগণের সরকার। প্রাকৃতিক যে কোনো দুর্যোগে বর্তমান সরকার জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের শীতার্ত মানুষের মধ্যে শুক্রবার সন্ধ্যায় কম্বল বিতরণকলে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, অতীতে যারা রাজনীতির নামে লুটপাট করেছে তাদের জনগণই আস্তাকুরে নিক্ষেপ করেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে এদেশের জনগণ উন্নয়নের পক্ষে। সন্ত্রাস ঘুষ দুর্নীতি লুটপাটের রাজনীতি প্রত্যাখান করেছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আলমপুর রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং আওয়ামী লীগের কর্মী মর্তুজ তালুকদারের কবর জিয়ারত করেন।
কাজিপুর ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ কালে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সুর্য্য, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী শেখ, দানিউল হক দানী, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও ইউপি চেয়ারম্যান টিএম কামাল।
শরীফ আহমদ ইন্না (সিরাজগঞ্জ), সম্পাদনা: জাহিদ