‘জনগনের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে’

বরিশাল: আওয়ামী লীগের শাসনামলে বিএনপি কোন কর্মসূচী সঠিকভাবে পালন করতে পারছেনা। তাদের নানাভাবে বাধাগ্রস্ত হতে হচ্ছে। এতে করে জনগনের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে। জনগণ এর থেকে পরিত্রাণ চায়। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
বুধবার বিকেলে বরিশাল জেলা ও মহানগর বিএনপি আয়োজিত নগরীর অশ্বিনী কুমার হলে ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, দক্ষিন জেলা সভাপতি এবায়েদুল হক চান, মহানগর সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিন জেলা সাধারন সম্পাদক আবুল কালাম শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবেদন: প্রতিবেদক, সম্পাদনা: ইয়াসিন