
ঢাকা: জনমনে আতঙ্ক ছড়াতেই দেশে গুপ্তহত্যা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার সকালে সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আশরাফ বলেন, ‘বাঙালি বীরের জাতি। দু’একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দেশের অগ্রযাত্রা থামানো যাবে না। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, শিগগিরই এসব হত্যার রহস্য উন্মোচন হবে।’
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নে বাংলাদেশ সিভিল সার্ভিসের দায়িত্ব অপরিহার্য। সুশাসনের একটি পূর্বশর্ত হলো সেবামুখী ও জনমুখী সিভিল প্রশাসন। যারা সরকারের নীতি-নির্ধারণে সহায়তা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করবেন।’
এর আগে অনুষ্ঠানের সিভিল সার্ভিসের ১৭টি ক্যাডারের মোট ৫৪৫জন নবীন কর্মকর্তার মাঝে সনদ প্রদান করেন তিনি। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসজি/ওয়াইএ