জন্মদিনে আল্পসে কারিশমা!

ডেস্কঃ বড়পর্দায় দীর্ঘদিন অনুপস্থিত থাকা সত্যেও বলিউড প্রেমীদের মন থেকে হারিয়ে যাননি কারিশমা কাপুর। আজ ২৫ জুন, কারিশমার জন্মদিন। সম্প্রতি এই অভিনেত্রীর ইন্সটাগ্রামে পোস্ট করা একটি ছবি থেকে জানা যায়, এবারের জন্মদিনটা আল্পস পর্বতমালায় উদযাপন করছেন তিনি।
সিনেমা থেকে দূরে থাকা সত্যেও কিছুদিন আগেও একবার খবরের শিরোনাম হয়েছিলেন তিনি, যেটাকে সংবাদ না বলে দুঃসংবাদ বললে খুব একটা ভুল হবে না। প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সাথে বিবাহ বিচ্ছেদ ও সন্তানদের দায়িত্ব নেয়া নিয়ে ভুল বোঝাবোঝি থেকে এ সংবাদের সূত্রপাত ঘটেছিল।
সর্বশেষ ২০১২ সালে ‘ডেঞ্জারাস খিলাড়ি’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল কারিশমা কাপুরের অভিনয়। ছবিটি ব্যবসায়িকভাবে খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস