জবি’তে প্রকাশ্যে ধূমপান বিরোধী র্যালি

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রকাশ্যে ধূমপান বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জবি ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নেতৃত্বে র্যালিটি বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে প্রদক্ষিণ করে পুরো ক্যাম্পাস। র্যালি শুরু হওয়ার পূর্বে উপাচার্যকে গার্ড অব অনার দেয়া হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বিএনসিসি কেন্দ্রীয় ইউনিটের কর্মকর্তা, বিএনসিসি-জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের ব্যাটালিয়ন অধিনায়ক, পিইউও বিষ্ণুপদ ঘোষসহ ইউনিটের সদস্যবৃন্দ।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই