
ঢাকা: আবাসিক সংকট নিরসনে হলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুরান ঢাকার বংশাল রোডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচীর কারণে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
সোমবার পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে স্মারকলিপি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার দুপুরে তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানানো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের আবাসিক সংকট নিরসন এবং পুরনো কেন্দ্রীয় কারাগারের খালি হওয়া জায়গা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জবিকে দেওয়ার জন্য গত ২১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত সরকার বা কোনো দ্বায়িত্বশীল মহল থেকে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। তাই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে’।
এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কাছে খোলা চিঠি বিলি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১১ বছরে পা রাখলেও এখন পর্যন্ত কোনো আবাসিক হলের ব্যবস্থা করতে পারে নি প্রশাসন। জবি পরিবারে আমরা সবাই আবাসকি সমস্যায় ভুগছি’।
এর আগে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অন্যদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের বাইরে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।
প্রতিবেদন: মাহতাব শফি, সম্পাদনা: সাইফুল ইসলাম