‘জব্বর আলীর নিউ স্টোরি’

ঢাকা: বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনকে শুধু নির্মাতা বললে ভুল হবে তিনি একাধারে চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপ লেখক, গীতিকার, নাট্যকার, গল্পকার, ঔপন্যাসিক ও কবি হিসেবেও পরিচিত। প্রতি ঈদে এই স্বনামধন্য নির্মাতার কোনো না কোনো আয়োজন থাকে। ঠিক তেমনি এবার ব্যতিক্রম নয়।
আসছে ঈদে টিভিপর্দায় থাকছে আমজাদ হোসেনের নতুন নাটক। নাটকটি রচনা, পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন আমজাদ হোসেন। নতুন এ নাটকটির নাম ‘জব্বর আলীর নিউ স্টোরি’।
দুই বন্ধুর দ্বন্দ্ব্ব আর দুই পরিবারের ভালোবাসার গল্প নিয়ে নিয়ে এইবারের আমজাদ হোসেনর ‘জব্বর আলীর নিউ স্টোরি’। ঈদের দিন রাত ৯টা ৪০ মিনিটে এশিয়ান টিভির পর্দায় প্রচারিত হবে এই নাটক।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/জাই