Thursday, June 22nd, 2017
জমে উঠেছে বঙ্গবাজারের কেনাকাটা
June 22nd, 2017 at 10:10 am
জমে উঠেছে বঙ্গবাজারের কেনাকাটা

এম কে রায়হান: আর কয়দিন বাদেই ঈদুল ফিতর। আর তাই ভিড় লেগে আছে মার্কেটগুলোতে। রাজধানীর বঙ্গবাজারের চিত্রও একই। প্রতি ঈদের এই সময় কেনাকাটায় ধুম পড়ে যায় বঙ্গবাজারে।

খোঁজ নিয়ে জানা গেছে, অল্প আয়ের মানুষের সাধ্যের বিষয়টি বিবেচনায় রেখে বঙ্গবাজার মার্কেটে পাওয়া যায় সবকিছু। শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, ফতুয়া, পায়জামা, সালোয়ার-কামিজ, তৈরি প্যান্ট, শার্ট, টি-শার্ট, বেল্ট, জুতা, শিশুদের পোশাক, নারীদের সাজগোজের প্রসাধনীসহ সবই পাওয়া যাচ্ছে এখানে। তবে ছেলেদের পোশাকই বেশি পাওয়া যাচ্ছে মার্কেটটিতে। আর ঈদ উপলক্ষ্যে আনা হয়েছে নানা ডিজাইনের নতুন নতুন সব মেয়েদের পোশাকও। বাচ্চাদের পোশাক, পাঞ্জাবি, জিন্স সবই মিলছে অল্প দামেই।

বঙ্গবাজারে ভালো মানের প্যান্টের দাম ৩০০ থেকে এক হাজার টাকা। অবশ্য চায়না ও থাই জিন্সের দাম একটু বেশি। এগুলো পাওয়া যাবে এক হাজার থেকে দুই হাজার টাকায়। গ্যাবার্ডিন প্যান্ট ৩০০ থেকে ১২০০ টাকায়। শার্ট ২৫০ থেকে এক হাজার টাকা। পাঞ্জাবির দাম পড়বে ৪০০ থেকে ১৫শ টাকায়। এছাড়া মোদি কোট, কোট, মাফলার, বেল্টসহ হাল ফ্যাশনের সবকিছুই কম দামে পাওয়া যাচ্ছে বঙ্গবাজারে।

মেয়েদের পোশাকের মধ্যে বুটিকস আইটেমের ভারতীয় থ্রিপিস পাওয়া যাচ্ছে দেড় হাজার থেকে তিন হাজার টাকায়। লোন, ভয়েল ও সার্টিনের থ্রিপিস কিনতে পড়বে ৮০০ থেকে দেড় হাজার টাকায়। প্রিন্টের থ্রিপিস কেনা যাবে ৫০০ থেকে ৭০০ টাকায়।

মার্কেটটিতে বেশ কিছু ক্রেতাকে দেখা যায় দর কষাকষি করতে। নজরুল নামের এক ক্রেতা নিউজনেক্সটবিডিকে বলেন, ‘এই মার্কেটে সবকিছুই সাধ্যের মধ্যে পাওয়া যায়। তবে কেনাকাটায় দরদাম করতে হয়, দরদাম করতে জানলে ঠকবে না কোনো ক্রেতা।’

তপু নামের আরেক ক্রেতা বলেন, ‘এখানে কমের মধ্যে সব কিছু পাওয়া যায় তাই এখান থেকেই সবসময় কেনাকাটা করি।’


সর্বশেষ

আরও খবর

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত

সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত


রোজাদারদের জন্য কিছু পরামর্শ

রোজাদারদের জন্য কিছু পরামর্শ


সেহরি ও ইফতারের সময়সুচী


বাংলাদেশে রমজান শুরু ১৮ মে থেকে

বাংলাদেশে রমজান শুরু ১৮ মে থেকে


যানজটহীন ঢাকায় স্বস্তিতে নগরবাসী

যানজটহীন ঢাকায় স্বস্তিতে নগরবাসী


জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা


ঠাকুরগাঁওয়ে গরীবের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়

ঠাকুরগাঁওয়ে গরীবের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়


পাবনায় দেশি পোশাকের কদর বেশি

পাবনায় দেশি পোশাকের কদর বেশি


ছুটির দিনে জমজমাট ঈদবাজার

ছুটির দিনে জমজমাট ঈদবাজার


পঞ্চগড়ে রমজানেও নেই টিসিবির পণ্য

পঞ্চগড়ে রমজানেও নেই টিসিবির পণ্য