
সিঙ্গাপুর সিটি: ইতালির মিলানের উদ্দেশ্যে যাত্রা করা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করার পর তাতে আগুন ধরে যায়। ফ্লাইটএসকিউ-৩৬৮ নামের বিমানটি সিঙ্গাপুর সময় সোমবার ২টা ৫মিনিটে (রোববার রাত) ছেড়ে যায়।
দুইঘণ্টা উড্ডয়নের পর পাইলট এর ইঞ্জিনে ত্রুটির ঘোষণা দেন। তারপর এটিকে ফিরিয়ে এনে অবতরণ করানো হলে বোয়িং-৭৭৭ ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে এতে কারো কোন ক্ষতি হয়নি। ২২২ জন যাত্রী ও ১৯ জন স্টাফকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
চুয়ান নামের একজন যাত্রী বলেন, গ্যাসের গন্ধ পাওয়া শুরু করার আগে আমরা একঘণ্টা বিমানে বাজেভাবে কাটিয়েছি। তারপর পাইলট ঘোষণা করেন যে, ‘বিমানের একটি ইঞ্জিন থেকে তেল ছুইয়ে পড়ছে। আমরা সিঙ্গাপুরে ফিরে যাচ্ছি’।
অবতরণের পর বিমানটিতে ধরে যাওয়া আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের ১০ মিনিটের মতো সময় লেগেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স ফেসবুক পেজে এক ঘোষণায় জানিয়েছে সোমবার রাতের দিকে অন্য ফ্লাইটে যাত্রীদের মিলানের উদ্দেশ্যে পাঠানো হবে। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই