
চট্টগ্রাম: পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের ঘটনায় এক জরুরি বৈঠকে বসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উর্ধ্বতন কর্মকর্তারা। এতে পুলিশ সদর দফতরের দুইজন শীর্ষ কর্মকর্তা যোগ দেন। রোববার রাতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাচলাইশ জোনের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন জানান, পুরো পরিস্থিতি নিয়ে সিএমপি সদর দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। ঢাকা থেকে অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটওয়ারী এবং অতিরিক্ত ডিআইজি বনজ কুমার মজুমদার এসেছেন। তারাও বৈঠকে অংশ নেন।
রোববার সকাল পৌনে ৭টায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে নগরীর জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন মিতু। মহামুদা খানম মিতু খুনের ঘটনায় মামলা হয়েছে কি-না জানতে চাইলে আসিফ মহিউদ্দিন বলেন, ‘অজ্ঞাতানামা তিনজনসহ আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে’।
দুপুরে নগরীর জিইসি মোড়ে বাবুল আক্তারের বাসার সামনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা টার্গেট কিলিং এর অংশ হিসেবে এসপি বাবুল আক্তারের স্ত্রীকে খুন করে থাকতে পারে। পুলিশ ও আইন শৃংখলা বাহিনী ইতিপূর্বে সংগঠিত অধিকাংশ হত্যাকাণ্ডে জড়িতদের আটক করেছে। এই হত্যাকাণ্ডে জড়িতদেরও যথা সময়ে ধরা হবে’।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/এসজি/জাই