
আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের দক্ষিণাঞ্চল কারাক শহরে পুলিশের উপর বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন আরও ৯জন।
জর্ডানের জেনারেল সিকিউরিটি ডিপার্টমেন্ট জানায়, বন্দুকধারীর হামলায় সাতজন পুলিশ, একজন নারী কানাডিয়ান পর্যটক ও দুইজন জর্ডান নাগরিক নিহত হয়েছেন।
এক বিবৃতিতে তারা জানায়, পুলিশের একটি টহল দল একটি বাড়িতে আগুন লাগার ঘটনা পরীক্ষ করে দেখতে গেলে প্রথম হামলার ঘটনা ঘটে। এক্ষেত্রে বাড়িতে থাকা অজ্ঞাত হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে এবং পালিয়ে যায়। এর ফলে একজন পুলিশ আহত হন।
এর কিছুক্ষণ পরেই বন্দুকধারী কয়েকজন ব্যক্তি পুলিশের আরেকটি টহল দল লক্ষ্য করে হামলা করে। অবশ্য এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
একই সময়ে হামলাকারীরা কারাক শহরের বিখ্যাত পর্যটনস্থল ক্রুসেডার ক্যাসলের মধ্য দিয়ে গর্ত খনন করে এসে পুলিশ স্টেশন লক্ষ্য করে গুলি করতে থাকে। এতে বেশ কয়েকজন পুলিশসহ পথচারী আহত হন।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ক্রুসেডার ক্যাসল ঘিরে রেখেছে। হামলাকারীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে। এই হামলায় ৫ থেকে ৬ জন বন্দুকধারী জড়িত ছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই হামলার জন্য কারা দায়ী তা এখনো স্পষ্ট নয়। তবে অতীতে জর্ডানে বেশ কয়েকবার জঙ্গি হামলা হয়েছিল। এছাড়া দেশটি আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের সদস্য।সূত্র: এনডিটিভি
গ্রন্থনা: রাকিব