
ডেস্ক: জর্ডানের দক্ষিণাঞ্চলীয় শহর কারাকের পাহাড় চূড়ার একটি প্রাচীন দুর্গে বন্দুক হামলা ও জিম্মি দশার অবসান হয়েছে। ওই দুর্গে স্থানীয় সময় রোববার দুপুরে বন্দুকধারীরা পুলিশের ওপর হামলা চালায়। পরে রোববার দিবাগত রাতে ওই দুর্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা অভিযান চালালে চার বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানিয়েছে জর্ডান কর্তৃপক্ষ।
এর আগে, বন্দুকধারীর হামলায় নিহত হন ১০জন। এছাড়া এ ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন আরও ৯জন। জর্ডানের জেনারেল সিকিউরিটি ডিপার্টমেন্ট জানায়, বন্দুকধারীর হামলায় সাতজন পুলিশ, একজন নারী কানাডিয়ান পর্যটক ও দুইজন জর্ডান নাগরিক নিহত হয়েছেন।
এই হামলার জন্য কারা দায়ী তা এখনো স্পষ্ট নয়। তবে অতীতে জর্ডানে বেশ কয়েকবার জঙ্গি হামলা হয়েছিল। এছাড়া দেশটি আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের সদস্য।
সূত্র- বিবিসি, গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: মাহতাব