
বরিশাল: ‘নিরাপদ বিশ্ব সবুজ অরন্য নিশ্চিত করবে দুর্জয় তারুন্য’ এই শ্লোগানকে সামনে রেখে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতে তরুনদের ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে যুব সম্মেলনের দ্বিতীয় দিনে নগরীর সদর রোডে যুববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়, পরিবেশ অধিদপ্তর এবং ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে আয়োজন করা এ সম্মেলন নগরীর ৬টি ভেন্যুতে এক যোগে অনুষ্ঠিত হয়। দুই দিনের এই যুব সম্মেলনে অলোকচিত্র প্রদর্শনী, সাইকেল র্যালি, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।
যুব সম্মেলনের শেষ দিন রোববার সকালে বরিশালের ২৫টি যুব সংগঠনের অংশগ্রহণে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পক্ষে জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার দাবিসহ বিভিন্ন দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে ‘যুববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।
মনিরুল ইসলাম সোহানের সভাপতিত্বে অনুষ্ঠিত যুববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আলহাজ মোঃ গাউস।
এতে বক্তব্য রাখেন- ইউনিসেফ বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ তৌফিক এলাহী, এম জাকির হোসেন খান, রতন কুমার দেওরী, শুভংকর চক্রবর্তী, শাকিলা ইসলাম। সঞ্চালনের দায়িত্ব পালন করেন সোহানুর রহমান সোহান।
বক্তারা বলেন, জলবায়ুর কারনে আমরা দক্ষিনাঞ্চলের মানুষ যে ঝুকিপূর্নতার মধ্যে রয়েছি তা সকলকে এক হয়ে মোকাবেলা করে তা প্রতিরোধ করতে যুব সমাজকে এগিয়ে আসাতে চবে। জলবায়ু অর্থায়নে সুশাসন নিশ্চিত করতে ভূমিকা পালনে তরুন ও যুব সমাজকে এগিয়ে আসার জন্যও তারা আহ্বান জনান।
তারা বলেন, এ ভূমিকা পালনের জন্য বাংলাদেশের মত দেশগুলোর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং নাগরিকদের অধিকার রক্ষায় জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয় পরিবেশগত, অর্থনৈতিক, সামাজিক এবং অন্যান্য প্রভাব সহ অর্থায়ন সম্পর্কে যুবদের গবেষনা ও জ্ঞানার্জন করতে হবে।
প্রতিবেদন, সম্পাদনা: ইয়াসিন