
ঢাকা: বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি পদে জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হয়েছেন। গিয়াসউদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি, কাজী আনোয়ারুল হক এবং গোলাম কিবরিয়া, সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের পল্টন কার্যালয়ে বিপিজিএমইএর পরিচালনা পরিষদের (২০১৬-২০১৭ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচন এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এক নির্বাচনী বিশেষ সভায় তিনি উপরোক্ত ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, বিগত ২৩ জুলাই অ্যাসোসিয়েশনের পল্টন প্রধান কার্যালয়ে বিপিজিএমইএর পরিচালনা পরিষদের নতুন সাত সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। উক্ত সাত সদস্য সহ মোট ২১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পরিষদ আগামী এক বছর (২০১৬-২০১৭ সেশন) অত্র অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দেবেন।
পরিচালনা পরিষদের নবনির্বাচিত সাত সদস্য হচ্ছেন সাধারণ গ্রুপ- গিয়াসউদ্দিন আহমেদ, এ,কে,এম, জহিরুল কাইয়ুম খান, ইয়াকুব, এ টি এম সাঈদুর রহমান বুলবুল, আব্দুল মুমিত। সহযোগী গ্রুপ- শাহজাহান, হাজী আব্দুল মান্নান।
পরিচালনা পরিষদের অন্য সদস্যরা হচ্ছেন জসিম উদ্দিন, কাজী আনোয়ারুল হক, গোলাম কিবরিয়া, ফেরদৌস ওয়াহেদ, সামিম আহমেদ, আলী আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, নুর আলম বাচ্চু, সৈয়দ তাহসিন হক, তোফায়েল কবির খান, মোশাররফ হোসেন, খোরশেদ আলম, আবুল খায়ের ও মেহেদী হাসান (টিপু)।
নিউজনেক্সটবিডিডটকম/ডিএম/জাই