
ডেস্ক: আগামী বছরের ৭ এপ্রিল মুক্তি পাচ্ছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ জুটির নতুন ছবি ‘জাগ্গা জাসুস’। মঙ্গলবার ইউটিউবে প্রকাশ হয়েছে ছবিটির ট্রেইলার।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রণবীর ও ক্যাটরিনা জুটির নতুন ছবি ‘জাগ্গা জাসুস’-এর একঝলক দেখতে পেল দর্শকরা। হারিয়ে যাওয়া বাবার খোঁজে বেরিয়ে পড়া এক যুবকের অভিযাত্রা নিয়ে এগিয়েছে ছবির গল্প। বাবাকে খুঁজতে গিয়ে এক তরুণের জীবন কীভাবে পাল্টে যায় তাই দেখানো হবে এই ছবিতে।
এছাড়া ট্রেলারে দেখানো হয়েছে জাগ্গা জাসুসের জীবনের পাগলামির কিছু চিত্র। আছে উটপাখি, চিতাবাঘ ও জেব্রাসহ একগাদা পশু। ময়লা সড়কে গাড়ি নিয়ে ধাওয়া, প্যারাস্যুট, উড়োজাহাজ এবং বিস্ফোরণসহ অ্যাকশন দৃশ্যও রয়েছে।
ওয়াল্ট ডিজনি ও ইউটিভি মোশন ফিকচার পরিবেশিত ছবিটিতে আরও অভিনয় করেছেন আদাহ শর্মা, কলকাতার জনপ্রিয় অভিনেতা শ্বাশ্বত চ্যাটার্জী, গোবিন্দ, সৌরভ শুক্লা, সায়ানি গুপ্তা।
এ ছবির মধ্য দিয়ে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন রণবীর। ‘বরফি’র পর আবার অনুরাগ বসুর পরিচালনায় কাজ করলেন তিনি। ওই ছবির চিত্রায়ন হয়েছিলো যেখানে, সেই দার্জিলিংয়ে ‘জাগ্গা জাসুস’-এর বেশিরভাগ কাজ করেছেন তারা। এছাড়া মরক্কো ও দক্ষিণ আফ্রিকার কেপটাউনেও শ্যুটিং করেছে এই ইউনিট।
সম্পাদনা: জাবেদ চৌধুরী