
শরীয়তপুর: জেলার জাজিরায় মাদক ব্যবসা ও সেবন করার প্রতিবাদ করায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল চাঁন মাদবরের উপর ককটেল নিক্ষেপ করেছে এক মাদক ব্যবসায়ী। এ ঘটনায় জাজিরা থানা পুলিশ মাদকসেবী এবং মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন তালুকদারকে (৩৪) আটক করেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় জাজিরা উপজেলার পুর্ব নাওডোবা ইউনিয়নের রূপবাবুর হাট সংলগ্ন মদন তালুকদার কান্দি এলাকা থেকে আনোয়ার তালুকদারকে আটক করা হয়। আনোয়ার তালুকদার জাজিরা উপজেলার পুর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি গ্রামের মৃত কাদের তালুকদারের ছেলে।
স্থানীয়রা জানান, আনোয়ার তালুকদার এলাকার কিছু বখাটে নিয়ে দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা ও সেবন করে আসছে। তাকে মাদক ব্যবসা ও মাদক সেবন করতে নিষেধ করলে সে এলাকার লোকজনকে গালি গালাজ এবং মারপিট করে। এলাকাবাসী এ ঘটনা চেয়ারম্যানকে জানালে এ বিষয়ে চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা করলে চেয়ারম্যানের সঙ্গেও সে খারাপ আচরণ করে। এক পর্যায়ে আনোয়ার তালুকদার পূর্ব নাওডোবা ইউনিয়নের চেয়ারম্যান লাল চাঁন মাদবরকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে।
খবর পেয়ে জাজিরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ার তালুকদারকে আটক এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে হাতবোমা ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চেয়ারম্যান লালচাঁন মাদবর বলেন, আমি এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে তালুকদার কান্দি গিয়ে আনোয়ারকে মাদক ব্যবসা ও সেবন থেকে বিরত থাকতে বললে সে আমার উপর ককটেল চার্জ করে। তখন আশে পাশের মানুষ জাজিরা থানায় খবর দিলে পুলিশ এসে আনোয়ার তালুকদারকে আটক করে থানায় নিয়ে যায়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের ওপর ককটেল হামলার অভিযোগে আনোয়ার তালুকদারকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। আনোয়ার তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে একটি হাতবোমা ও মাদকদ্রব্য সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এম.এ ওয়াদুদ মিয়া (শরীয়তপুর), সম্পাদনা: জাহিদ