
ঢাকা: নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মনোনীত ব্যক্তির সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে আমরা সেখানে গিয়েছিলাম। তবে তিনি ওই সময় বাইরে (ঘানা) ছিলেন। তার দায়িত্বে ছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব। আমরা তার সঙ্গে বৈঠক করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জাতিসংঘের যে চার্টার আছে, সেই চার্টারের মধ্যে পরিষ্কার বলা আছে, সদস্য দেশের সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনের যে কেউ তাদের যেকোনো বিষয় উত্থাপন করতে পারে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। এতে উপস্থিতি ছিলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুব হোসেন, ড. মইন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক, সম্পাদনা: এম কে রায়হান