
ঢাকা: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্ল্যানিং অফিসার, পি-৪ পদে যোগ দিয়েছেন বাংলাদেশ পুলিশের এসপি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী।
বুধবার পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দারফুর মিশনে যোগদানের জন্য গত ১ অক্টোবর জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ঢাকা ত্যাগ করেন। এর আগে তিনি পুলিশ সদর দফতরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স শাখার দায়িত্বে ছিলেন।’
এতে আরো বলা হয়, ‘মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে প্ল্যানিং অফিসার পদে নিয়োগ পান। তিনি এর আগেও অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। বর্তমান পদেও তিনি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বিশ্বদরবারে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও মর্যাদা বাড়াতে সচেষ্ট থাকবেন। তিনি বিসিএস (পুলিশ) ২০ ব্যাচের সদস্য।’
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: জাহিদ