
ঢাকা: বরেণ্য বুদ্ধিজীবী, জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের ৯০তম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান।
শনিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করেন প্রাবন্ধিক মফিদুল হক। শিল্পী শাহজাহান আহমেদ বিকাশের আঁকা প্রতিকৃতি এবং উত্তরীয় প্রদান করে সংবর্ধিত করা হয় তাকে।
সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মুস্তাফা নূরউল ইসলামের জীবন কেবল সময়ের দিক থেকে দীর্ঘ নয়; উল্লেখযোগ্য কর্মের অর্জনেও বিশিষ্ট। সুদীর্ঘ কর্মময় জীবনে নিজের গবেষণা-কাজের পাশাপাশি শিক্ষকতা, প্রশাসনিক দায়িত্ব পালনে যেমন সাফল্যের পরিচয় রেখেছেন তেমনি সামগ্রিকভাবে আমাদের সাহিত্যরুচি নির্মাণেও রেখেছেন তাৎপর্যপূর্ণ ভূমিকা।
সংর্ধনার উত্তরে নিজের অনুভূতি প্রকাশ করে অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম বলেন, জীবনে অনেক পেশায় যুক্ত ছিলাম; তবে আমার কাছে আদর্শ পেশা শিক্ষকতা। নব্বই বছর বয়সে পদার্পণ উপলক্ষে আপনারা সবাই যে ভালোবাসার অর্ঘ্য আমাকে উপহার দিলেন তা আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবো সবসময়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ