
ঢাকা: জাতীয় ঐক্য ইস্যুতে বিএনপি চেয়াররপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির পক্ষ থেকে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষে উপস্থিত আছেন কাদের সিদ্দিকীসহ দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য নাসরিন সিদ্দিকী, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।
প্রসঙ্গত, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর জঙ্গিবাদ মোকাবেলায় দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়তে সরকারের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। তবে বিএনপি-জামায়াতকে জঙ্গি মদদ দেওয়ার জন্য দায়ি করে আওয়ামী লীগ সেই আহ্বান প্রত্যাখ্যান করে।
এরপর বিএনপি সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলকে এই উদ্যোগে আনতে সক্রিয় হয়। এরই অংশ হিসেবে কৃষক, শ্রমিক, জনতা লীগ, গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সঙ্গে যোগাযোগ করে দলটি।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস