
ঢাকা: জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালিত হবে মঙ্গলবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করা হয়।
১৯৭৫ সালের ৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের জন্য শেল অয়েল কোম্পানির কাছ থেকে ৫টি গ্যাস ক্ষেত্র কেনেন। সরকার ২০১০ সাল থেকে দিবসটি পালন করছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে প্রাকৃতিক গ্যাসের যথাযথ ব্যবহারের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে এবং এর অপচয় বন্ধের আহবান জানান। বিদ্যুৎ ও গ্যাসকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে এগুলোর গুরুত্ব বিবেচনা করে সরকার প্রাকৃতিক গ্যাস ও কয়লা অনুসন্ধান ও উত্তোলনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক গ্যাসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আরো যত্নবান হওয়া এবং এই সম্পদের অপচয় রোধের আহবান জানিয়েছেন।
এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ২০১৬ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
তিনি বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সবসময়ই দেশের জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে। গত সাড়ে সাত বছরে নতুন নতুন কুপ খননসহ গ্যাস সেক্টরে ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের ফলে গ্যাস উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালের জানুয়ারিতে দৈনিক গ্যাস উৎপাদনের পরিমাণ ছিল ১ হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট যা বর্তমানে ২ হাজার ৭৪০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই