
ঢাকা: দেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন ৪৮ জন নেতা। এর মধ্যে পাঁচ জন উপদেষ্টা, ২১ জন ভাইসচেয়ারম্যান, ১৬ জন যুগ্ম মহাসচিব এবং ছয় জন সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বুধবার তাদের নাম ঘোষণা করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিকেলে এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় সাক্ষরিত বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন।
সূত্র মতে, পার্টির অষ্টম জাতীয় কাউন্সিলে সিদ্ধান্ত হয়, পার্টি চেয়ারম্যান নতুন নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তদের নামঘোষণা করবেন। এরই ধারাবাহিকতায় নতুন ৪৯ জন নেতাদের নাম ঘোষণা করা হয়েছে।
নতুন উপদেষ্টারা হলেন এ্যাড. মোস্তফা জামাল বেবী, অধ্যক্ষা রওশন আরা মান্নান এমপি, ক্বারী মোঃ হাবিবুল্লাহ বেলালী, মোঃ নোমান এমপি এবং কাজীমামুনুর রশীদ।
ভাইস চেয়ারম্যান হয়েছেন শেখ আবুল হোসেন, আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া, মোঃ দেলওয়ার হোসেন, এইচ.এম.এন. শফিকুর রহমান, মোঃ মোফাজ্জলহোসেন, হাজী আবু বকর, মোঃ আরিফুর রহমান খান, আলমগীর সিকদার লোটন, দেওয়ান আলী, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, অধ্যাপকইকবাল হোসেন রাজু, অধ্যাপক মহসিন ইসলাম হাবুল, দিদারুল আলম দিদার, আমানত হোসেন আমানত, আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু, সরদারশাহজাহান, মাহবুব আলী বুলু, এমরান হোসেন মিয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর এবং নজরুল ইসলাম।
যুগ্ম মহাসচিব পদ পেয়েছেন লিয়াকত হোসেন খোকা এমপি, গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম মধু, আসিফ শাহরিয়ার, মোস্তাকুর রহমান মোস্তাক,শেখ আলমগীর হোসেন, মোঃ তোফাজ্জল হোসেন, আশরাফ সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন মানিক, নুরুল ইসলাম ওমর এমপি, ইয়াহ্ ইয়া চৌধুরী এমপি,নুরুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ মুক্তি, নাজমা আখতার, মোঃ শফিকুল ইসলাম শফিক এবং আলহাজ্ব মোঃ দিদারুল কবির দিদার।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে এসেছেন আবিদ আলী চৌধুরী, মোঃ মোতাহারুল ইসলাম, শরিফুল ইসলাম চৌধূরী (সরু চৌধুরী),জহিরুল আলম রুবেল, রফিকুল ইসলাম এবং মোবারক হোসেন আজাদ।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসকে/জাই