
ঢাকা: ঢাকায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত নরসিংদী জেলার সাংবাদিকদের সংগঠন ঢাকাস্থ নরসিংদী সাংবাদিক সমিতির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী ও কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জিকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের পক্ষ থেকে নরসিংদীর এই তিন কৃতি সন্তানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মনির হোসেন লিটন, সহ-সভাপতি মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহীম, সাধারণ সম্পাদক গ্যালমান শফি, যুগ্ম সম্পাদক মিয়া হোসেন, অর্থ সম্পাদক নাসরিন গীতি, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ঢাকাস্থ নরসিংদী সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য, প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি ও যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে জাতীয় দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সমিতির নেতৃবৃন্দও সুখে দুঃখে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ