জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা ২০ আগস্ট

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী শনিবার (২০ আগস্ট) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে সর্বমোট ১৭৮২টি কলেজের ২ লাখ ৯৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সারা দেশে ৬৮৪টি কেন্দ্রে প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের ৯২৯১০১৭ ও ৯২৯১০৩৮ নম্বরে পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ