জাতীয় শোক দিবসে প্রেসক্লাবের কর্মসূচি

ঢাকা: জাতীয় প্রেসক্লাব ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে কর্মসূচি গ্রহণ করেছে।
ওই দিন সকাল ১০টায় ক্লাবে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রক্তদান অনুষ্ঠান পরিচালনা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ কামরুল হাসান খান প্রধান অতিথি থাকবেন।
ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক বিবৃতিতে ক্লাব সদস্যদের আর্ত মানবতার সেবায় রক্তদানে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই