
ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৭ সালের জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমতে পারে। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, ডিসেম্বরে আন্তর্জাতিক মার্কেটে জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই দাম কমানোর হার বেশি হবে না।
দাম কমানোর উদ্যোগের ব্যাখ্যায় মুহিত বলেন, এটা করার উদ্দেশ্য হচ্ছে লাভটা অর্থনীতির সবক্ষেত্রে ছড়িয়ে দেয়া। যেখানে প্রত্যেকে তেলের দামে প্রভাবিত হয়, এজন্য তেলের দাম কমানোর সুপারিশ করা হয়েছে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। এ মাসেই আলোচনার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সময় হচ্ছে না। তাই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে।
মন্ত্রী বলেন, অর্থনীতির অবস্থা ভালো। অর্থনৈতিক প্রবাহ ভালো। ২০১৬-১৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে আশা করছেন তিনি।
প্রবাসী-আয় (রেমিট্যান্স) প্রবাহ কমছে কেন, সেই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসীরা হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন। তাই রেমিট্যান্স কিছুটা কমেছে।
উল্লেখ্য, চলতি বছর অকটেন ও পেট্রোল লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেল ও কেরোসিনে লিটারে তিন টাকা কমায় সরকার।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ