
ঢাকা: সংগীতের মাধ্যমে এশিয়ার সংস্কৃতিতে অবদান রাখার জন্য অস্কার বিজয়ী গুনি সংগীত পরিচালক এ.আর রহমানকে জাপানের ফুকুওকা পুরষ্কার দেয়া হয়েছে। অন্যান্য নামজাদা এশিয়ানদের সাথে সোমবার তাকেও এই পুরস্কারে ভূষিত করে জাপান।
এই পুরষ্কারটি ১৯৯০ সাল থেকে চালু হয়ে সকল সফল এশিয়ান ব্যাক্তি এবং প্রতিষ্ঠানকে দেওয়া হয়। যেখানে ষষ্ঠ ভারতীয় হিসেবে এই পুরষ্কার লাভ করেন এ আর রহমান। এর আগেও তিনি ভারত সরকারের তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার পদ্মভূষণসহ আরও অনেক দেশী বিদেশী পুরষ্কারে ভূষিত হয়েছেন।
এ আর রহমান নিজের সংগীত পরিচালনা জীবনের শুরু করেন মনি রত্নম পরিচালিত ‘রোজা’ চলচ্চিত্র দিয়ে। এরপর তিনি একে একে অনেক জনপ্রিয় গানের সাথে নিজের নাম জড়ান এবং শেষ পর্যন্ত ‘স্লামডগ মিলেনিয়াম’ চলচ্চিত্রের ‘জয় হো’ গানের জন্য অস্কার পুরষ্কার জিতে নেন। এ আর রহমান বর্তমানে ‘ওকে জানু’ এবং ‘রোবট ২’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্বে আছেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/তজ/টিএস