জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

ডেস্ক : জাপানের পূর্বাঞ্চলে স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, উৎপত্তিস্থলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ২।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
রাজধানী টোকিও থেকে ৩৫০ কিলোমিটার দূরে হংশু দ্বীপে ভূপৃষ্ঠের ৪৪ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত দেশটিতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
চারটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে জাপানের অবস্থান। তাই দেশটিতে অসংখ্য ভূকম্পন হয়। তবে ভবন নির্মাণে কড়াকড়ি আইন জারি থাকা ও তা সঠিকভাবে বাস্তবায়ন করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: জাবেদ