
জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক তরুণীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর আনুমানিক ১২ ঘটিকার দিকে বিশ্ববিদ্যালয় কর্মচারী ক্লাবের সামনে থেকে মেয়েটিকে ফিল্মি কায়দায় জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশমাইল গেট থেকে তরুণীটি এক যুবকের সঙ্গে কথা বলতে বলতে কর্মচারী ক্লাবের দিকে এগিয়ে আসছিল।
ক্লাবের সামনে পৌঁছতেই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্দুয়া এলাকা থেকে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩৯১০৩) তরুণীকে জোর করে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মেয়েটিকে তুলে নিয়ে গাড়িটি দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে। সেখান থেকে মেয়েটির ডান পায়ের এক পাটি জুতা, একটি কানের দুল ও একটি পাসপোর্ট সাইজের ছবি পাওয়া গিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বলেন, আমরা বিষয়টি জানার পর সেখানে গিয়েছিলাম। আশুলিয়া ও সাভার থানাকে বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহসিনুল কাদির বলেন, বিষয়টি অবহিত হয়েছি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান চারটি গেট দিয়ে গাড়ি ঢোকার সময় রেজিস্ট্রি খাতায় নিবন্ধন করে ঢোকার নিয়ম রয়েছে। তবে অপরাধ কর্মে ব্যবহৃত গাড়িটি পান্দুয়া সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের যে পকেট গেট দিয়ে ঢুকেছে সেখানে নিবন্ধনের কোনো ব্যবস্থা নেই। অপহরণের জন্য তাই এই গেটটিকেই ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা যায়।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস