জামালপুরে ইয়াবা ও হেরোইনসহ আটক ২

জামালপুর: বকশীগঞ্জ উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- পৌর এলাকার মালিবাগ মোড়ের মীর্জা বদরুল ইসলামের ছেলে তারেক (৩৩) ও সীমারপাড়ার খোকা ঢাকাইয়ার ছেলে আউয়াল (২৫)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালীবাগ মোড়ের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১০০ পিস ইয়াবা ও পাঁচ গ্রাম হেরোইনসহ তারেককে আটক করা হয়। পরে সীমারপাড়ায় আউয়ালের বাড়িতে অভিযান চালিয়ে দুই গ্রাম হেরোইন পাওয়ায় তাকে আটক করা হয়।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: শিপন আলী/সাইফুল ইসলাম