জামালপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জামালপুর: মাদারগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম ফকির নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ওসি রামপদ মন্ডল জানান, সোমবার রাত সারে দশটার দিকে শামীম ফকির ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এই মর্মে খবর পেয়ে মাদারগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার তেঘরিয়া গ্রামে যায়। এসময় শামীম ফকির (৩৫) পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে শামিম গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে মাদারগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, শামীমের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসাসহ অন্তত ১৪টি মামলা আছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে