জামালপুর-বঙ্গবন্ধু সেতু ট্রেন চলাচল শুরু

জামালপুর: জামালপুর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে শনিবার পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।
এই রেলপথে বন্যার পানি উঠায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে গত ৩০ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেললাইন মেরামতের পর শনিবার থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
জামালপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর আজ সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল করে।
তিনি জানান, আজ বেলা ১১টা ২৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৩৭ আপ ট্রেন বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের উদ্দেশে জামালপুর স্টেশন থেকে ছেড়ে যায়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই