
ঢাকা: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
রোববার রাতে কাশিমপুর কারাগারের পার্ট-২ থেকে তিনি ছাড়া পান। এ সময় কারা ফটকে তার পরিবারের স্বজন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানিয়েছেন, রোববার দুপুরে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাচাই শেষে রাত ৯টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
তিনি আরো জানান, এ্যানীর বিরুদ্ধে নাশকতা, ভাঙচুরসহ মোট ২০টি মামলা রয়েছে। সবগুলো মামলায় তিনি আদালত থেকে জামিন লাভের পর আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেয়া হয়েছে।
সরকারবিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় দায়ের হওয়া নয়টি মামলায় গত ২৮ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এ্যানী।
তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এ বছরের ২৯ জানুয়ারি তাকে কাশিমপুর কারাগারে আনা হয়।
নাশকতা, মানহানি, দুদকের মামলাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানা ও আদালতে এই নেতার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ দিন যাবৎ তিনি কারাগারে ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসআই