
চট্টগ্রাম: কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক হাইকোর্টের বিএনপিপন্থী আইনজীবি ব্যারিস্টার শাকিলা ফারজানা। মঙ্গলবার চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান তিনি।
চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী জানান, বিকেলে জামিনের সব কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর মুক্তি দেয়া হয় শাকিলা ফারজানাকে।
জঙ্গি সংগঠন শহীদ হামজা বিগ্রেডকে অর্থায়নের অভিযোগে দুই সহযোগীসহ শাকিলা ফারজানাকে ২০১৫ সালের আগস্ট মাসে গ্রেফতার করা হয়। সংগঠনটিকে এক কোটি ৮ লাখ টাকা যোগানের অভিযোগে গত বছরের ১৮ আগস্ট রাতে ধানমন্ডি থেকে দুই আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ শাকিলাকে গ্রেফতার করে র্যাব।
শাকিলা ফারজানা চট্টগ্রামের হাটহাজারীর সাবেক সংসদ সদস্য ও বিএনপির তথ্য এবং গবেষণা সম্পাদক ওয়াহিদুল আলমের মেয়ে। হামজা বিগ্রেডের নামে হাটহাজারী এবং বাশঁখালী থানায় দায়ের করা মামলার আসামি শাকিলা ফারজানা।
গত বছরের ২৮ নভেম্বর বিচারিক আদালতে শাকিলার জামিন নামঞ্জুর হয়। পরে ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হলে পরদিন প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেয়। দুই মামলায় শাকিলাকে কেন জামিন দেয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলা হয়। ওই রুলের ওপর শুনানি শেষে ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট শাকিলার জামিন মঞ্জুর করেন।
শাকিলার জামিন মঞ্জুর করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দু’টি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গত রোববার আপিল বিভাগ খারিজ করে দেয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/পিএসএস