জামিনে মুক্ত সাংবাদিক শওকত মাহমুদ

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কাশিমপুর কারাগার- ২ থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক ও জেলার নাসির হোসেন জানান, বিকেল সাড়ে চারটার দিকে শওকত মাহমুদকে জামিনে মুক্তি দেয়া হয়।
শওকত মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।
শওকত মাহমুদকে ২০১৫ সালের ১৮ আগষ্ট আটক করে পুলিশ। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই