
আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সট বিডি ডট কম
দ্য ডন জানিয়েছে, আজ শুক্রবার আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিন আবেদনের ওপর শুনানিকালে এ আদেশ দেন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।সুপ্রিম কোর্ট তার গ্রেপ্তারকে ‘বেআইনি’ বলে রায় দেওয়ার একদিন পর হাইকোর্ট এ রায় দিলেন।
দুই সদস্যের বিশেষ বেঞ্চ ইমরান খানের দুই সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন। সেই সঙ্গে আইএইচসি ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো্র (এনএবি) জন্য নোটিশ জারি এবং পরবর্তী শুনানিতে উত্তর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে পিটিআই প্রধানকে কঠোর নিরাপত্তার মধ্যে আল-কাদির ট্রাস্ট মামলার শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে হাজির করানো হয়। ইমরান খানের আইনজীবীরা চারটি অতিরিক্ত আবেদন দাখিল করেছিলেন, যাতে ইমরানের বিরুদ্ধে সমস্ত মামলাকে একত্রিত করার জন্য আদালতকে অনুরোধ করা হয়।
পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে নথিভুক্ত করা মামলাগুলোর বিশদ বিবরণ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করা হয়েছিল।
রাজধানী ইসলামাবাদে এক শুনানিতে প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বৃহস্পতিবার ইমরান খানকে বলেন, ‘আপনার গ্রেপ্তার অবৈধ ছিল, তাই পুরো প্রক্রিয়াটি পিছিয়ে নেওয়া দরকার।’
গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করছে এনএবি।