জার্মানিতে সিনেমা হলে গুলি, আহত ২০

ডেস্ক: জার্মানির একটি সিনেমা হলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।
দেশটির পশ্চিমাঞ্চলের ফ্রাঙ্কফুট শহরের কাছে ভেরহেমের কিনোপোলিস সিনেমা হলে এ হামলার চালানো হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এই ঘটনা ঘটে। ঘটনার সময় ওই সিনেমা হলটিতে অন্তত দুই হাজার দর্শক ছিল।
সিএনএন জানিয়েছে, মুখোশ পরা এক বন্দুকধারী সিনেমা হলে ঢুকে অতর্কিত গুলি চালায়। এতে সিনেমা দেখতে আসা ২০ জন দর্শক আহত হন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই