
ডেস্ক: জার্মানিকে সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বলে অবহিত করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের জার্মানি রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রক্রিয়ায় বৃহস্পতিবার আঙ্কারায় একথা বলেন তিনি।খবর রয়টার্সের।
আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এরদোয়ান বলেন, জার্মানি ভবিষ্যতে টের পাবে তারা কাদের আশ্রয় দিয়েছে। এদের আশ্রয় দিয়ে জার্মানি সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আমাদের আশা ছিল জার্মানি গুলেনের বন্ধু এসব সন্ত্রাসীদের তুরস্কের হাতে তুলে দেবে। কিন্তু জার্মানি আমাদের কথা কানে তুলল না। জার্মানির এই আচরণে আমরা উদ্বিগ্ন।
প্রসঙ্গত, জার্মানি তুরস্কের বিদ্রোহী রাজনৈতিক দলগুলোর নেতাদের আশ্রয় দিয়েছে। এদের মধ্যে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও ডিএইচকেপি-সি নেতারা রয়েছে। এসব রাজনৈতিক দল তুরস্কে কুর্দি স্বায়ত্তশাসনের জন্য লড়াই সংগ্রাম করছে। এদের অনেককে জার্মানি রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
এরদোয়ান সরকার এসব রাজনৈতিক ব্যক্তিদের তুরস্কের কাছে হস্তান্তর করতে জার্মানিকে অনুরোধ করে। কিন্তু জার্মানি এসব করতে রাজি নয় বলে জানালে তুরস্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব