‘জাসদ নিয়ে মন্তব্য দুঃখজনক’

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের করা জাসদ নিয়ে বক্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন জাসদ একাংশের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
‘বঙ্গবন্ধু হত্যার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করাটাও ইতিহাস সম্মত বক্তব্য নয় বলে,’ মনে করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা মনে করি এ সময়ে আমাদের ১৪ দলের অভ্যন্তরে কোনো কাদা ছোড়াছুড়ি উচিত নয়। এটা ইতিহাস চর্চার সময় নয়, এটা জঙ্গীবাদ সম্পূর্ণ রূপে ধ্বংস করার সময়। জনগণকে নিরাপত্তা বিধান করার সময়।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/ওয়াইএ