
ডেস্ক: গত মাসে জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন অ্যাম্বার হার্ড। এরপর আবার বিচ্ছেদ-মাশুলের আবেদন করেছিলেন আদালতে। সেই মাশুলের টাকা জোগাড় করতে ডেপ যখন ব্যক্তিগত সংগ্রহের শিল্পকর্ম নিলামে তুলতে উদ্যত, তখনই সুর পাল্টে ফেলেন অ্যাম্বার।
আদালতের কাছে বিবাহোত্তর অস্থায়ী সহায়তা চেয়ে যে আবেদন করেছেন, তাতে নাকি অনেকেই তাকে ভুল বুঝছিলেন। আসলে সাবেক স্বামীর বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ যে তিনি টাকার লোভে করেননি, তা-ই প্রমাণ করতে চেয়েছেন অ্যাম্বার হার্ড।
এত টানাপোড়েন, এত দুশ্চিন্তা, আদালতে ছোটাছুটি করে তাই এক-আধটু নয়, পাক্কা নয় কেজি ওজন হারিয়েছেন অ্যাম্বার। শুধু কি তা–ই? হয়তো হারাতে বেসছেন জাস্টিস লিগ ছবিতে অভিনয়ের সুযোগও। এই ছবির পোশাকের মাপ দেওয়ার জন্য তার উড়াল দেওয়ার কথা ছিল লন্ডনে।
কিন্তু পরিচালক মনে করছেন ‘রোগা টিংটিঙে’ অ্যাম্বারকে এই চরিত্রে এখন আর মোটেই মানাবে না। তাই লন্ডনে যাওয়া বাতিল করেছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস