
ঢাকা: কল্যাণপুরের জাহাজ বাড়ির মালিকের ছেলে মাজহারুল ইসলামসহ চার জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক বজলার রহমান। আসামিরা হলেন, মাজহারুল ইসলাম, মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন।
গত ২৬ জুলাই মঙ্গলবার ভোরে কল্যাণপুরে ৫ নম্বর রোডের জাহাজ বাড়িতে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। ‘অপারেশন ‘স্টর্ম-২৬’ নামে প্রায় এক ঘণ্টাব্যাপী এই অভিযান চলে। এরপরই ভাড়াটিয়া তথ্য গোপন রাখার অভিযোগে ওই ভবনের মালিক আতাহার উদ্দিন আহমেদের স্ত্রী মমতাজ পারভীন ও ছেলে মাজহারুল ইসলামসহ পাঁচ জনকে আটক করে পুলিশ।
ভবন মালিকের স্ত্রী মমতাজ পারভীনও দুই দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। সোমবার তার জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
এদিকে কল্যাণপুরে জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১৯ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মামলার এজাহার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৌঁছুলে মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান পুলিশ প্রতিবেদন দেওয়ার তারিখ নির্ধারণ করেন।
এর আগে বুধবার রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস