জায়ান্ট পান্ডার যমজ বাচ্চা

ম্যাকাও: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও এ জায়ান্ট পান্ডা শিন শিন রোববার বিকেলে দুটি যমজ শাবকের জন্ম দিয়েছে। ফলে সাবেক পর্তুগিজ উপনিবেশে প্রথমবারের মত কোন জায়ান্ট পান্ডার বাচ্চা জন্ম দেয়ার ঘটনা ঘটলো।
স্থানীয় সময় বিকেল ৩ টা ৪৫ মিনিটে প্রথম শাবকের জন্ম হয়। দ্বিতীয়টি ৪ টা ২৭ মিনিটে। প্রথম শাবকের ওজন ১৩৫ গ্রাম কিন্তু দ্বিতীয় শাবকটি মাত্র ৫৩.৮ গ্রাম। ফলে এটিকে ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখনও পর্যন্ত শাবকদ্বয়ের লিঙ্গ নির্ধারণ করা হয়নি।
গত বছর চীনা সরকার জায়ান্ট পান্ডা শিন শিন এবং কাই কাই কে উপহার হিসেবে ম্যাকাওয়ে পাঠায়। পান্ডাদ্বয় চীনের সিচুয়ান প্রদেশের গবেষণাগার চেংদু জায়ান্ট পান্ডা প্রজনন কেন্দ্রে ছিল। সূত্র: বিবিসি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/ওয়াইএ