
ঢাকা: ইউটিউবে মুক্তি পেয়েছে মালেক আফসারি পরিচালিত জায়েদ-পরীর অন্তরজ্বালা ছবির প্রথম ঝলক। এর আগে গত ২০ মার্চ ছবিটি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পায় এবং সেন্সর বোর্ডে বেশ প্রশংসিত হয়।
ছবিটি নিয়ে পরীমণি নিউজনেক্সটবিডি ডটকমকে বলেন, ‘মালেক আফসারির ছবিতে সব সময়ই নতুন কিছু থাকে। এ ছবিতেও এর ব্যতিক্রম হয়নি।
পরী আরো বলেন, ‘ছবিটির জন্য আমাদের ইউনিটের প্রতিটা মানুষ নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। আর ছবি আফসারি স্যারের জন্য একটা চ্যালেঞ্জও বলা চলে।’
প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে নাসির উদ্দিন প্রযোজিত জেড কে মুভিজ পরিবেশিত ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিং পিরোজপুর, মংলা বন্দর ও সুন্দরবনসহ দেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে।
এ সিনেমায় জায়েদ খান-পরীমণি ছাড়াও আরো অভিনয় করেছেন- নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলি ও বড়দা মিঠু।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: জাহিদ